ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

স্কুলের গেটে বালুভর্তি ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৯:০৯ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৪:২২
স্কুলের গেটে বালুভর্তি ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত, চালক আটক

গাজীপুরের কোনাবাড়িতে বালুভর্তি ট্রাকের চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কোনাবাড়ি থানাধীন পারিজাত ইউরিকো এঞ্জেল স্কুল গেটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্কুল শিক্ষার্থী রনি (৮) ইউরিকো এঞ্জেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, স্কুল ছুটির পর গেট থেকে বের হওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক স্কুলের প্রবেশপথে রনিকে চাপা দেয়। 

আরও পড়ুন: ভোলায় বিএনপি-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসময় স্থানীয়রা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানান ওসি।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads