ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ভোলায় বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিনিধি, ভোলা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৪:৩৬ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৩:২৯
ভোলায় বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের রানিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। 

এ ঘটনায় বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বর্ধিত সভা শেষে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলো। এ সময় পৌর ৪নং ওয়ার্ডের রানিগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রাষ্ট্রবিরোধী কথা বললে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হলেও দুটি বোমা অবিস্ফোরিত থেকে যায়। তবে এত কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: স্কুলের গেটে বালুভর্তি ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, চালক আটক

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় পক্ষীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি হৃদয় বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখনো কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 


একাত্তর/এসজে


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads