ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রূপগঞ্জে উৎসবের আমেজ

রিয়াজ হোসেন, রূপগঞ্জ
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৩:৪৪
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রূপগঞ্জে উৎসবের আমেজ

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাতাল রেলের ডিপোর নির্মাণ কাজসহ সেখানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে রূপগঞ্জ। নেতাদের ব্যানার-ফেস্টুন আর তোরণে ভরে গেছে পুরো এলাকা। পূর্বাচলকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে। 

প্রস্তুত মঞ্চ আর মাঠ। পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে পাতাল রেলের ডিপোর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করার কথা রয়েছে। 

এদিকে দলীয় নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাতে চান তারা। 

ব্যানার-ফেস্টুন-তোরণে ছেয়ে গেছে মহাসড়কসহ জেলা-উপজেলার প্রধান সড়ক। প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা এখন মহাব্যস্ত সময় পার করছেন।

আর প্রধানমন্ত্রীর এই সফর রূপগঞ্জবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে জানান দলীয় নেতারা। তাদের দাবি, সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে। 

তারা বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে সবস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর আগমনের দিন সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।

এর আগে গেলো পহেলা জানুয়ারি স্থায়ী ভেন্যুতে এবারের বাণিজ্য মেলার উদ্বোধন করতে পূর্বাচলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads