ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

হারানো তেজস্ক্রিয় ক্যাপসুল খুঁজে পেলো অস্ট্রেলিয়া

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৬:৪১ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৬:৫৬
হারানো তেজস্ক্রিয় ক্যাপসুল খুঁজে পেলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় গত মাসে খোয়া যাওয়া তেজস্ক্রিয় পদার্থের একটি ক্যাপসুল খুঁজে পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একে 'আক্ষরিক অর্থে খড়ের গাদায় সুঁই খুঁজে পাওয়া' বলছে জরুরি পরিষেবা সংস্থা। 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মটর-আকৃতির ক্যাপসুলটি মাটিতে ছোট নুড়ি পাথরের মধ্যে খুঁজে পাওয়া গেছে। 

প্রায় এক হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিজিয়াম-১৩৭ তেজস্ক্রিয় পদার্থের ক্যাপসুল পরিবহন করে নিয়ে যাওয়ার সময় একটি ক্যাপসুল ট্রাক থেকে পড়ে যায়। 

আট মিলিমিটার লম্বা ও ছয় মিলিমিটার চওড়া ডিভাইসটি হারানোর জন্য ক্ষমা চেয়েছে মাইনিং কোম্পানি রিও টিন্টো। 

এটিতে অল্প পরিমাণে সিজিয়াম-১৩৭ রয়েছে, যা ত্বকের ক্ষতি, পোড়া বা বিকিরণজনিত অসুস্থতার কারণ হতে পারে।

জরুরী পরিষেবাগুলি তাদের অনুসন্ধানের সময় রেডিয়েশন ডিটেক্টরসহ বিশেষ সরঞ্জাম ব্যবহার করেছিল।

ডিভাইসটি খুঁজে পাওয়ার কথা জানিয়ে বুধবার জরুরী পরিষেবা সংস্থা এক বিবৃতিতে 'আপাতদৃষ্টিতে অদম্য প্রতিকূলতার মুখে আন্তঃ-এজেন্সি টিমওয়ার্ক' এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

বিশেষজ্ঞ সরঞ্জাম দিয়ে সজ্জিত একটি গাড়ি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে চলার সময় বিকিরণ শনাক্ত করার পর ক্যাপসুলটি খুঁজে পাওয়া যায়, কর্মকর্তারা জানিয়েছেন।

পোর্টেবল সনাক্তকরণ সরঞ্জামগুলো তখন ক্যাপসুলটি সনাক্ত করতে ব্যবহৃত হয়েছিল, যা রাস্তার পাশ থেকে প্রায় দুই মিটার দূরে পাওয়া গিয়েছিল। 

ক্যাপসুলের চারপাশে একটি ৬৬ ফুট 'হট জোন' স্থাপন করা হয়েছে এবং এটি একটি সীসার পাত্রে স্থাপন করা হবে।

আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে শিশুসহ নিহত সাত

বৃহস্পতিবার পার্থ শহরের একটি নিরাপদ সংরক্ষাণাগারে স্থানান্তরিত করার আগে এটি নিউম্যানের একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হবে।

এদিকে, বিষয়টি নিয়ে বিদ্যমান আইন পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads