ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ইউক্রেনকে উন্নত যুদ্ধবিমান দিতে যুক্তরাজ্যের অস্বীকৃতি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৫:০৪
ইউক্রেনকে উন্নত যুদ্ধবিমান দিতে যুক্তরাজ্যের অস্বীকৃতি

ইউক্রেনের বাখমুতের উত্তরাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। তবে মস্কোর এই দাবির বিষয়ে ইউক্রেনের কোনও প্রতিক্রিয়া জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। 

বাখমুত শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে একটি প্রধান সড়কে ব্লাহোদৎনে গ্রামটির অবস্থান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিমানবাহিনীর সহযোগিতায় গ্রামটি দখল করা হয়েছে। 

বাখমুতের লড়াইয়ে দুই বেসামরিক মঙ্গলবার রুশ গোলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেঙ্কো। হামলায় আরও চারজন আহত হয়েছেন। 

এছাড়া আলাদা হামলায় রুশ সেনারা ইউক্রেন নিয়ন্ত্রিত ভুহলেদার এলাকায় হামলা চালিয়েছে। রুশ কর্মকর্তারা দাবি করেছেন, সেখানে তাদের সেনারা সফলতা পাচ্ছে। তবে কিয়েভ বলছে, এখন পর্যন্ত রুশ আক্রমণ প্রতিহত করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ ফেব্রুয়ারি) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, পশ্চিমা ১২টি দেশের কাছ থেকে প্রথম দফায় ১২০ থেকে ১৪০টি ট্যাংক পাওয়ার প্রত্যাশা করছে ইউক্রেন। গত সপ্তাহে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: হারানো তেজস্ক্রিয় ক্যাপসুল খুঁজে পেলো অস্ট্রেলিয়া

এদিকে, যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে অস্বীকার করেছে যুক্তরাজ্য। যদিও ইউক্রেনকে যুদ্ধবিমানসহ আরও সামরিক সহায়তা দিতে পশ্চিমা মিত্রদের কাছে আহবান জানিয়েছেন জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক। 

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে এ পর্যন্ত উভয়পক্ষের সামরিক হতাহতের সংখ্যা দুই লাখে পৌঁছেছে বলে জানিয়েছেন এক পশ্চিমা সামরিক কর্মকর্তা। যদিও এই হতাহতের সংখ্যা নিয়ে ক্রেমলিন ও কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads