ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

বিনামূল্যে ট্রানজিট ভিসা চালু সৌদি সরকারের

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৬:৪০
বিনামূল্যে ট্রানজিট ভিসা চালু সৌদি সরকারের

সৌদি আরবের মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করেছে দেশটির সরকার। 

সোমবার (৩০ জানুয়ারি) থেকে এই ভিসা কার্যকর শুরু হয়েছে বলে জানা গেছে। খবর: সৌদি প্রেস এজেন্সি। 

চার দিনের এই ভিসা নিয়ে ট্রানজিটে থাকা যাত্রীরা সৌদিতে ভ্রমণ করতে পারবেন। এই ভিসার মেয়াদ তিন মাস। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ভিসাটি ফ্লাইটের টিকেটের সঙ্গে বিনামূল্যে তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে।

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্সের সহযোগিতায় টিকিটের সঙ্গে এই বিনামূল্যের ট্রানজিট ভিসা চালু করেছে দেশটির সরকার।

ট্রানজিট ভিসায় মক্কায় পবিত্র ওমরাহ পালনের সুযোগও থাকছে। এছাড়াও মদিনায় নবীর মসজিদ পরিদর্শন ও দেশটির অভ্যন্তরে ভ্রমণের পাশাপাশি যে কোনো পর্যটন ইভেন্টে যোগদান করা যাবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রানজিট ভিসার জন্য আবেদন জমা দেয়া যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল ভিসা প্ল্যাটফর্মে অনুমোদিত হবে। পরে ডিজিটাল ভিসা প্রক্রিয়াকরণ এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা ইস্যু হয়ে ইমেইলের মাধ্যমে আবেদনকারীর কাছে পাঠানো হবে।

আরও পড়ুন: এআই'র লেখা সনাক্ত করতে সফটওয়্যার চালু

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ডিজিটাল এ ট্রানজিট ভিসা পরিষেবার মাধ্যমে সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নে সুবিধা হবে। এর মাধ্যমে বৈশ্বিক পর্যটকদের মধ্যে সৌদি আরবের অবস্থান জোরদার হবে বলেও আশা প্রকাশ করা যাচ্ছে।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads