উত্তর কাশ্মীরের গুলমার্গের কাছে আফাওয়াত চূড়ায় বিশাল তুষারধসে পোল্যান্ডের দুই নাগরিক নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ১০ জন পোলিশ এবং আট রুশ নাগরিককে।
বুধবার (১ ফেব্রুয়ারি) জম্মু কাশ্মীর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানায়। আগেরদিন তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।
তুষারপাতের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী বাহিনী। স্থানীয়দের সতর্কতা অবলম্বের পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, তুষারপাতপ্রবণ অঞ্চল এড়িয়ে চলতে।
শীতকালে গুলমার্গের এই জায়গাটিতে স্কি করতে আসেন অনেক পর্যটক। সে কারণে ভিড় ছিলো সেখানে। তুষার ধসের সময় অনেকে সেখানে স্কেটিং করছিলেন। হঠাৎই তুষার ধস নেমে আসে।
বারামুল্লা জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছে গুলমার্গের জনপ্রিয় স্কি পয়েন্ট আফাওয়াত পিক থেকে বুধবার দুপুরে হঠাৎ করে তুষার ধস নামে।
সে সময় সেখানে অসংখ্য পর্যটক ছিলেন। বিদেশীদের সঙ্গে ভারতীয়রাও ছিলেন। সবাই মিলে স্কি করতে অফরাত পিকে গিয়েছিলো তিনটি দল। ২১ জন পর্যটক ছিলেন তাতে।
২১ জন বিদেশী পর্যটক এবং দু’জন গাইড ছিলেন। দুপুর ১২টা নাগাদ শুরু হয়েছিল তুষার ধস। ক্যাবল কারে করে পর্যটকদের সেখান থেকে উদ্ধার করা হয়।
দুই পোলিশ নাগরিকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছয় রুশ পর্যটককে উদ্ধার করা হয়েছে। ১০ জন পোলিশ পর্যটককেও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সৌদিতে অস্বাভাবিক হারে বেড়েছে মৃত্যুদণ্ড
কাশ্মীরে তুষারপাত এটাই প্রথম নয়। গত সপ্তাহে কিসতওয়ার জেলায় কয়েক লাখ টন বরফ মেখালি বেল্টের পার্শ্ববর্তী গ্রামের একটি নদীতে পড়েছিলো।
গত মাসে সোনামার্গের বালতাল এলাকায় একটি ক্যামেরায় তুষারধসের দৃশ্য রেকর্ড হয়। যা পরবর্তীতে ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.