ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

চীন-রাশিয়াকে রুখতে সম্পর্ক জোরদারের অঙ্গীকার জাপান-ন্যাটোর

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৩:৫৪
চীন-রাশিয়াকে রুখতে সম্পর্ক জোরদারের অঙ্গীকার জাপান-ন্যাটোর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মনোভাব মোকাবেলায় জাপান এবং উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) তাদের সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে। 

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সাথে এক বৈঠকের পর এ কথা জানিয়েছেন ন্যাটো জোটের প্রধান ইয়েন স্টলটেনবার্গ। খবর এনএইচকে'র।   

বৈঠকে তারা একমত হয়েছেন যে, ইউক্রেনে রুশ হামলা এবং চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মনোভাব 'বিশ্বকে আরও বিপদজনক' করে তুলেছে। এছাড়া সাইবার হুমকি ও বানোয়াট তথ্য মোকাবিলায় সহযোগিতার অঙ্গীকারও করেন তারা।

এ বিষয়ে কিশিদা জানান, জাপান হয়তো ন্যাটো জোটের সাথে স্বতন্ত্র একটি প্রতিনিধিত্ব গড়ে নিতে পারে।

তিনি আরও বলেন, তার দেশ ন্যাটোর বৈঠকে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে আগ্রহী।

অন্যদিকে স্টলটেনবার্গ বলেছেন, তাদের ঘনিষ্ঠ সহযোগিতা ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি বজায় রাখায় দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তিনি বলেছেন, পুতিন ইউক্রেনে জয়ী হলে এরকম এক বার্তা তৈরি হবে যে, 'কর্তৃত্ববাদী সরকার পাশবিক শক্তির মধ্যে দিয়ে তাদের লক্ষ্য অর্জন করতে পারে।'

আরও পড়ুন: এবার এশিয়ার শীর্ষ ধনীর পদও হারালেন আদানি

এটা বিপদজনক উল্লেখ করে তিনি বলেন, বেইজিং এর ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং এরকম শিক্ষা গ্রহণ করছে যা কিনা ভবিষ্যত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

বৈঠকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক চ্যালেঞ্জ নিয়েও উদ্বেগ জানান স্টলটেনবার্গ। 

 

একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads