ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

হোয়াইটওয়াশের মিশনে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ ১৫:১৪:০৫ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৬:৩৮:৩৪
হোয়াইটওয়াশের মিশনে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আগের দুই ম্যাচ জিতে ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও  বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বেলা তিনটায়।

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তরুণ স্পিনার তানভীর ইসলামের। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন। তাদের পরিবর্তে অভিষেক হচ্ছে স্পিনার তানভীরের। এছাড়াও দলে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারী।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারায় টাইগাররা। অন্যদিকে মিরপুরে ইংলিশদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আজ ইংলিশদের হোয়াইটওয়াশের মিশন নিয়ে মাঠে নেমে সাকিববাহিনী।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads