আওয়ামী লীগের হাতে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয় মন্তব্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিলে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আইনজীবী সমিতির নির্বাচনে প্রমাণ হলো আওয়ামী লীগ ভোটের অধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই এই সরকারের বিদায় ছাড়া কোনো বিকল্প নেই।
শুক্রবার (১৭ মার্চ) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। পরাজয়ে জেনেই তারা আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হামলা করে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেছে। তাই অবিলম্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন করতে হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হলো। দেশের নির্বাচনি ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটে।’
এদিকে পরে রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় ফখরুল বলেন, আওয়ামী লীগের হাতে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনেও বার বার সেটি প্রমাণ হয়েছে। আইনজীবী সমিতির নির্বাচনেও সেটাই হয়েছে।
আরও পড়ুন: দেশে অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: তথ্যমন্ত্রী
এসময় ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি আহবান জানিয়ে ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে সাংবাদিক ও আইনজীবীদের নির্যাতনের বিচার করতে হবে।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ সব পদে জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল।
নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শেষে রাত দু’টার দিকে ফল ঘোষণা করা হয়।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.