ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক

সবাই যাওয়া বন্ধ করলেই বন্ধ হবে বিদেশিদের অপতৎপরতা

পারভেজ রেজা, একাত্তর
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ ১৮:১৪:৪১
 সবাই যাওয়া বন্ধ করলেই বন্ধ হবে বিদেশিদের অপতৎপরতা

গণহত্যা ও মুক্তিযুদ্ধ এবং ভারত-চীনসহ অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে বর্তমান শাসন আমলে সুস্পষ্ট নীতি থাকার কারণেই দেশে উন্নয়নের সুবাতাস বইছে এ ধারা অব্যাহত রাখতে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক স্থিতিশীলতা

শনিবার সকালে এডিটরস গিল্ড আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বক্তারা জানান, সব পক্ষ বিদেশী রাষ্ট্রদূতদের কাছে না গেলেই দেশে বিদেশিদের অপতৎপরতা বন্ধ হবে। কেউ কেউ যায় বলেই বিদেশি নানা ধরনের তৎপরতায় লিপ্ত হবার সুযোগ পায়।

বিশ্ব জুড়েই চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকালীন সময়ের মেরুকরন কোন দেশ কোন পক্ষে আছে তা নিয়ে চলছে দেন দরকার এক্ষেত্রে বঙ্গবন্ধুর দেয়া পররাষ্ট্রনীতি মেনে চললেই বাংলাদেশ রক্ষা পাবে বলে মনে করেন কুটনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ডের গোল টেবিল বৈঠকের আলোচনায় দেশে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের সাথে আলোচনার বিষয়ও উঠে আসে বিদেশীদের দিয়ে ড. ইউনুসের বিজ্ঞাপন প্রচারের সমালোচনাও করেন সবাই

আরও পড়ুন: ব্যাংকের টাকা লুট: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

বক্তরা বলেন, সবপক্ষ যায় বলেই তারা নানা কিছু করার বা বলার সুযোগ পায়। বিদেশীদের দিয়ে ড. ইউনুসের বিজ্ঞাপন ছাপানোকেও বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন অনেকে। যদি সব পক্ষ বিদেশিদের কাছে যাওয়া বন্ধ করে দেয়া তাহলেই তাদের অপতৎপরতা বন্ধ হয়ে যাবে।

বৈশ্বিক জঙ্গিবাদ সুচকে বাংলাদেশ ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল অবস্থানে আছে উল্লেখ করে বক্তরা বলেন, উন্নয়নের ধাবাহিকতার জন্য এখন দরকার রাজনৈতিক স্থিতিশীলতা


একাত্তর/আরবিএস 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads