ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

মাইক্রোবাস-থ্রি হুইলার সংঘর্ষে প্রাণ গেলো নার্সের, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ ২০:০৩:০২
মাইক্রোবাস-থ্রি হুইলার সংঘর্ষে প্রাণ গেলো নার্সের, আহত দুই

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের সাথে থ্রি-হুইলারের সংঘর্ষে কুন্তি রাণী (২৭) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসের মরিয়ম বেগম (৪০) ও থ্রি-হুইলারের যাত্রী আব্দুল কাইয়ূম (৩৩)।

শনিবার বিকেলে উপজেলা দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুন্তি রাণীর বাড়ি উপজেলার পামুলী ইউনিয়নের সরকারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার প্রীতিময় কুমার বর্মনের স্ত্রী। কুন্তি রাণী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেশাগত কাজ শেষে থ্রি-হুইলার যোগে বাসায় ফিরছিলেন কুন্তুি। তারা উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট চুলিয়ার মোড় এলাকায় এলে বোদা থেকে দেবীগঞ্জগামী মাইক্রোবাসের সাথে ওই থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে থ্রি হুইলারটি দুমড়ে মুচড়ে যায়, এসময় ঘটনাস্থলেই কুন্তি রানীর মৃত্যু হয়।

আরও পড়ুন: মাহিয়া মাহী ও তার স্বামীর বিরুদ্ধে দুই মামলা

সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী মরিয়ম বেগম ও থ্রি-হুইলারের যাত্রী আব্দুল কাইয়ূম গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পরপরই মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। 

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী সড়ক দুর্ঘটনায় এক সেবিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads