ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ১১:২৪:২৪
মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোংলা বন্দর কর্তৃপক্ষের ৫ নম্বর জেটিতে খনন কাজে নিয়োজিত ড্রেজার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই শ্রমিক পশুর নদীতে পড়ে যান। তাদের একজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন আরেকজন।

জানা যায়, এ ঘটনার তিন ঘণ্টা পর ডুবুরিরা নিখোঁজের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহত শ্রমিক নাইম দেওয়ান (২৫) মুন্সীগঞ্জের বাসিন্দা। তিনি এজেড ড্রেজিং কোম্পানিতে কর্মরত ছিলেন। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের ৫ নম্বর জেটি এলাকায় খনন কাজে নিয়োজিত সিএসডি বোখারী নামক ড্রেজারের কাটার (মাটি খননের পাখা) পরিষ্কার করার সময় দুই শ্রমিক পশুর নদীতে পড়ে যান। মূলত ড্রেজারের কাটারের ঝুলন্ত ওয়াররোপ ছিঁড়ে গেলে কাটারটি নদীর তলদেশে পড়ে যায়। তখনই কাটারের ময়লা পরিষ্কার করতে থাকা দুই শ্রমিক কাটারের ওয়াররোপের সাথে জড়িয়ে জেটি সংলগ্ন পশুর নদীতে পড়ে যান। তারা নৌকায় করে কাটারটি পরিষ্কারের কাজ করছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর দুইজনের একজন সাঁতরে কূলে উঠতে পারলেও আরেকজন নিখোঁজ হন। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে স্থানীয় ডুবুরি, বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে আটটার দিকে কাটারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। 

আরও পড়ুন: মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৭, আহত ৩০

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার (১৯ মার্চ) বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও নৌ-পুলিশ এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads