বগুড়ার আদমদীঘিতে বৃদ্ধ ভ্যানচালককে ছুরিকাঘাতে খুন করে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (১৯ মার্চ) উপজেলার তারতা কুমারপাড়া নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, নিহত তৈয়ব আলী (৬০) আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের তারতা কুমড়াপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বৃদ্ধ তৈয়ব আলী কুন্দগ্রাম বাজার থেকে যাত্রী নিয়ে বেরিয়ে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে সকাল ১০ টায় নাগর নদীর তারতা জোড়াদহ নামক স্থানে ভ্যানচালক তৈয়ব আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ফতুল্লায় মাদকসেবীর ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভ্যানচালক তৈয়ব আলীকে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.