ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

জমি বেচাকেনা নিয়ে বিরোধে হত্যা, একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ১৭:৫২:৪১
জমি বেচাকেনা নিয়ে বিরোধে হত্যা, একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জে সিঙ্গাইরে জমি বেচাকেনা নিয়ে বিরোধে সাইফুল ইসলাম কমল নামে এক ব্যক্তিকে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজা পাওয়া ব্যক্তির নাম শিমুল আহমেদ (৪৫)।  তিনি ঢাকার ধামরাইয়ের ঈশান নগর এলাকার বাসিন্দা। তিনি জমি বেচাকেনা করতেন।

রোববার (১৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, জমি বেচাকেনা বিরোধের জেরে ২০১৪ সালের ১৬ এপ্রিল  সাইফুল ইসলাম কমলকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে শিমুল আহমেদ। ঘটনায় চারদিন পর ২০ এপ্রিল নিহতের বাবা বাদি হয়ে শিমুল আহমেদসহ ছয় জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ শিমুলকে গ্রেপ্তার করে।

সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দিলে মামলায় শুনানি ও যুক্তি-তর্ক শেষে হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। 

মামলায় বাকি আসামিদের জড়িত না থাকার প্রমাণ না পাওয়ায় খালাস দেয়া হয়।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads