ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ছাত্রদলের সেই গোলাগুলির ঘটনায় নিহত আরও এক

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৬ মে ২০২৩ ১১:৪৪:৫৩ আপডেট: ২৬ মে ২০২৩ ১২:৩৩:৫৭
ছাত্রদলের সেই গোলাগুলির ঘটনায় নিহত আরও এক

নরসিংদী সদরে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় মৃত্যু হলো দুইজনের।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরতলীর চিনিশপুরে বিএনপির কার্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ই. ফজল-ই-খুদা।

নিহত দুইজন হলেন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২) এবং সাঠিরপাড়ার আশরাফুল ইসলাম (২০)।

সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা গতকাল সোয়া ৭টায় সাদেকুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এরপর আজ সকালে আশরাফুলের মৃত্যু হলো।

আরও পড়ুন: সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামানসহ ছয়জন বৈধ

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সাদেকুর এবং আজ আশরাফুলের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads