ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

করোনা: একদিনে শনাক্তের সঙ্গে কমলো সংক্রমণের হার

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৫:১৮
করোনা: একদিনে শনাক্তের সঙ্গে কমলো সংক্রমণের হার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। এদিন চার হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। দৈনিক সংক্রমণের হার ১৪ দশমিক ০৭। তবে এদিন করেনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার করোনায় ৭৩৭ জন শনাক্ত ও একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা নতুন করে কোনো মৃত্যু না হওয়ায় সংখ্যাটি ২৯৩৬০ অপরিবর্তিত আছে।

বর্তমানে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৩ হাজার ৮১০। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৬১।

এদিন করোনা থেকে সেরে উঠেছেন ৪২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭। শনাক্তের বিপরীতে সুস্থতার গড় ৯৭ দশমিক ০৫ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন: ইডেনের রিভা-রাজিয়াসহ আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads