ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

গাজীপুরে ২৫ কেজি গাঁজা উদ্ধার, পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪১:৫৭
গাজীপুরে ২৫ কেজি গাঁজা উদ্ধার, পাঁচজন আটক

গাজীপুরে ২৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপির ডিসি (দক্ষিণ) মাহবুবুর রহমান এ তথ্য জানান। 

জানা গেছে, আটককৃতরা হলেন পিরোজপুরের ফোরকান হোসেন শান্ত, ঝালকাঠির কামরুল ইসলাম ইয়াসিন, টঙ্গীর হানুফা, শেরপুরের ইসমতআরা সাবিনা ও শেরপুরের শহিদুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জিএমপির ডিসি (দক্ষিণ) মাহবুবুর রহমান জানান, গতরাতে টঙ্গী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটকের পর তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, নগদ আঠারো হাজার টাকা, একটি মাইক্রোবাসে ও দুটি পিকআপ ভ্যান ও একটি বাস জব্দ করা হয়। 

আরও পড়ুন: নোয়াখালীতে ১২০০ ইয়াবাসহ দুইজন আটক

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে চালানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জিএমপির ডিসি (দক্ষিণ)।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads