গাজীপুরে ২৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপির ডিসি (দক্ষিণ) মাহবুবুর রহমান এ তথ্য জানান।
জানা গেছে, আটককৃতরা হলেন পিরোজপুরের ফোরকান হোসেন শান্ত, ঝালকাঠির কামরুল ইসলাম ইয়াসিন, টঙ্গীর হানুফা, শেরপুরের ইসমতআরা সাবিনা ও শেরপুরের শহিদুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জিএমপির ডিসি (দক্ষিণ) মাহবুবুর রহমান জানান, গতরাতে টঙ্গী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটকের পর তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, নগদ আঠারো হাজার টাকা, একটি মাইক্রোবাসে ও দুটি পিকআপ ভ্যান ও একটি বাস জব্দ করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে ১২০০ ইয়াবাসহ দুইজন আটক
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে চালানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জিএমপির ডিসি (দক্ষিণ)।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.