লক্ষ্মীপুরে চৌমুহনী-ঢাকা মহাসড়কে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. ইব্রাহিম মিয়া (৩৫) নামে ডাচ বাংলা ব্যাংকের এক ট্র্যাক অফিসার নিহত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে মহাসড়কের জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বেলা সাড়ে তিনটার দিকে জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
লক্ষ্মীপুর ডাচ বাংলা জেলা শাখা ব্যবস্থাপক জানান, নিহত ইব্রাহিম মিয়া সদর উপজেলার ডাচ বাংলা ব্যাংক মান্দারী শাখা ট্র্যাক অফিসার। তার দেশের বাড়ি শরিয়তপুরে।
আরও পড়ুন: অর্ধশতাধিক ভারতীয় মোবাইলসহ যুবক আটক
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিউদ্দিন ভূঁইয়া জানান, দুপুরে ইব্রাহিম লক্ষ্মীপুর থেকে কর্মস্থল মান্দারী যাওয়ার পথে একটি সিএনজি অটোরিকশাকে ওভরটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.