রাজধানীর নীলক্ষেত রোডের সাইড মার্কেটে (তুলা মার্কেট বা লেপ-তোশক মার্কেট) উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশ।
প্রতিষ্ঠানটি বলছে, ভবনের দোতলা ও তিনতলার ১৫০ দোকানই অবৈধ। তাই সব দোকান ভেঙে দেবে তারা। এদিকে, দোকান মালিকদের দাবি,কোন নোটিশ ছাড়াই ভেঙে দেয়া হচ্ছে দোকান।
রোববার সকালে শুরু হওয়া দুই দিনব্যাপি উচ্ছেদ অভিযানের প্রথমদিনে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
তিনি জানান, মার্কেটের নিচতলার ৩৫টি দোকান শুধু বৈধ। যেগুলোর আবার বাড়ানো হয়েছে পেছনের অংশে। আর, দোতলা-তিনতলার পুরোটাই অবৈধ।
মনিরুজ্জামান বলেন, মেয়র এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে একে একে সব মার্কেটের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করেছেন। তার আলোকেই আমাদের এই অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, মার্কেটে ১৮৭টি অবৈধ দোকান গড়ে উঠেছিল। মেয়র দায়িত্ব গ্রহণের পরপরই এ বিষয়ে কার্যক্রম শুরু করেন। মেয়রের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করছি।
এই কর্মকর্তা জানান, ২০১২ সাথে সে-সময়ে মেয়রের মদদে বরাদ্দ দেয়া হয় দোকানগুলো। যার সাথে জড়িত দক্ষিণ সিটিত তিন কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার
উচ্ছেদ অভিযানে মার্কেট সমিতি সহযোগিতা করছে জানিয়ে মনিরুজ্জামান বলেন,অভিযানের মধ্য দিয়ে নকশা বহির্ভূত দোকান এবং অবৈধ দোকানগুলো উচ্ছেদ কার্যক্রম আরও গতি পাবে।
এদিকে, প্রতি মাসে এসব দোকান থেকে যারা ভাড়া তুলতো, আর যারা এসব দোকান টিকিয়ে রেখেছিলো তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মার্কেট সংশ্লিষ্টরা।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.