শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। এর মধ্যে চূড়ান্ত হয়ে গেছে চার সেমিফাইনালিস্ট। গ্রুপ-১ থেকে সেমি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর গ্রুপ-২ থেকে সেমিতে লড়বে এশিয়ার দুই মহারথি ভারত ও পাকিস্তান।
প্রথম সেমি ফাইনালে পাকিস্তান লড়বে গ্রুপ-১ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী ৯ নভেম্বর সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
এরপর গ্রুপ-২ থেকে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে তাদের খেলা পড়বে গ্রুপ-১ এর রানার্সআপ দল ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালটি হবে ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
এরপর ১৩ নভেম্বর মেলবোর্নে হবে ফাইনাল খেলা।
দুই সেমিফাইনালে জয়ী দল ১৩ নভেম্বর মেলবোর্ন ফাইনাল খেলবে।
সেমির ম্যাচ সূচি
৯ নভেম্বর-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি
১০ নভেম্বর-ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড
আরও পড়ুন: আগামী বিশ্বকাপে প্রথম রাউন্ড খেলতে হবে টাইগারদের
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.