রাজধানীর উত্তরা থেকে মো: মামুন ওরফে সুমন (৩৪) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন বছর আগে একটি মামলায় সাজাপ্রাপ্ত হন সুমন। সেই সাজা থেকে বাঁচতে পলাতক ছিলেন ছয় বছর।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুমন উত্তরা পশ্চিম থানার রানাভোলা বেড়িবাঁধ এলাকার আব্দুল গফুরের ছেলে এবং পেশায় একজন বাস চালক।
আরও পড়ুন: ইউক্রেন আক্রমণে যাদের বুদ্ধি নিয়েছেন পুতিন
২০১৪ সালে আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে চাপা দেন তিনি। সেই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৭ সালে সেই মামলার রায় হয়। রায়ে তাকে তিন বছর ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
সোমবার বিকেলে গোপন সংবাদেরভিত্তিতে আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.