প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যের প্রটোকল অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে হরিদাস চন্দ্র নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর বনানী থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তার বিরুদ্ধে অভিযোগ, তার নাম হরিদাস চন্দ্র হলেও তিনি নিজেকে তাওহীদ পরিচয় দিয়ে প্রতারণা করতেন। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।
আরও পড়ুন: গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়: প্রধানমন্ত্রী
এ র্যাব কর্মকর্তা জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.