ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

কাতার বিশ্বকাপে ছয় হাজার আর্জেন্টাইন সমর্থককে নিষেধাজ্ঞা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২ ১৮:৫৩:৪০
কাতার বিশ্বকাপে ছয় হাজার আর্জেন্টাইন সমর্থককে নিষেধাজ্ঞা

আসন্ন কাতার বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে অংশ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। তার আগেই বিব্রতকর এক খবরের শিরোনাম হলো দিয়াগো ম্যারাডোনার দেশ। বিশ্বকাপে ছয় হাজার সমর্থককে নিষিদ্ধ করেছে বুয়েন্স এইরেসের নগর কর্তৃপক্ষ।

বিশ্বকাপের আয়োজন সুন্দর ও নিরাপদ করতে সংহিসতার সঙ্গে জড়িত এসব উগ্র সমর্থকদের নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।

সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা সমর্থকও আছেন এ তালিকায়। সোমবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে হতাশা নিয়ে ফিরলো টাইগাররা

এদিকে এবারের বিশ্বকাপের নিরাপত্তার প্রশ্নে কোন ছাড় দেয়নি আয়োজক রাষ্ট্র কাতার। তাছাড়া প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশের বাছাইকৃত পুলিশ সদস্যদের মরুর দেশে পাঠানো হবে বাড়তি নিরাপত্তার জন্য। কাতারি নিরাপত্তাকর্মীদের সঙ্গে একযোগে কাজ করবেন তারা।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads