অ্যাডিলেড ওভালে টি–টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যাচে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এ মাঠের স্কয়ারে বাউন্ডারি বেশ ছোট, ৬০-৬৫ মিটার। তবে স্ট্রেইট বাউন্ডারি প্রায় ৮০ মিটার। দুই দলের কৌশল স্বাভাবিকভাবেই পরিবর্তন করতে হবে সে অনুযায়ী।
ভারত এর আগে এ মাঠে বাংলাদেশকে হারিয়েছে। তবে, অ্যাডিলেডে ইংল্যান্ডের এটিই প্রথম ম্যাচ।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, ক্রিস ওকস, স্যাম কারেন, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।
আরও পড়ুন: ধর্ষণের সময় নারীর গলা টিপে ধরেন দানুস্কা
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।
১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে যারাই জিতবে তারা ফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.