ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

দিনাজপুরে ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২ ১৩:৫১:৩৭ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৩:৫৫:১৬
দিনাজপুরে ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন ব্যাটারি চালিত ভ্যানের চালক এবং আহত হয়েছেন ওই ভ্যানের একমাত্র যাত্রী।

শনিবার (১২ নভেম্বর) ভোর পাঁচটার দিকে শহরের কাঞ্চন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ভ্যানচালক সোলেমানের বাড়ী বিরল উপজেলার মাধববাটি গ্রামে। আহত ভ্যানযাত্রী আনিসও একই এলাকার।

স্থানীয়রা জানান, ভোরে নিজ বাসা বিরল মাধববাটি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে শহরে আসছিলেন সোলেমান ও আনিস। পথিমধ্যে শহরের কাঞ্চন ব্রিজ পার হলে অপরদিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক সোলেমান ছিটকে রাস্তার ওপর পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ্যানে থাকা একমাত্র যাত্রী আনিসকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

আরও পড়ুন: কুয়াকাটায় উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads