বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল নোমান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ সমাবেশে বাধা এলে সরকার যে ভাষায় কথা বলবে, সেই ভাষায় বিএনপি তার উত্তর দেবে।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে মিশন পাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ওই সমাবেশের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
নোমান বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ সঙ্কটে দিশেহারা দেশের প্রতিটি জনগণ। তাই সরকার জনগণের আস্থা হারাচ্ছে।
নোমান আরও বলেন, আওয়ামী লীগ বলে শাসনতান্ত্রিক ধারায় নির্বাচন হবে। যেখানে এই সরকারের আমলে জনগণ ভোট দিতে যেতে পারে না পুলিশের ধরার নিয়ন্ত্রিত। এই সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।
আরও পড়ুন: ফরিদপুরের গণসমাবেশ মঞ্চে মির্জা ফখরুল
এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ বলেছেন, একটি কুচক্রি মহল জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে।
সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিনসহ অন্যরা।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.