গতকাল এজে অক্সেরের বিপক্ষে ৫-০ তে জয়লাভ করেছে পিএসজি। একাদশে শুরু করা ম্যাচে ৭৫ মিনিট খেলে কোনো গোল অথবা অ্যাসিস্ট না পেলেও সম্পূর্ণ ইনজুরি মুক্তভাবে প্যারিস ত্যাগ করেছেন লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আর্জেন্টিনার অধিনায়ক দলের সঙ্গে এখন আবু ধাবিতে।
বার্সেলোনার এই সাবেক ফুটবলারকে দেখা যায় হোটেলে পৌঁছানোর পর টিম স্টাফরা তাকে স্বাগতম জানায়, যেখানে তার সঙ্গে দেখা গেছে লিয়েনড্রো প্যারেডেসকে, যিনি জুভেন্টাসে লোনে আছেন।
২২ নভেম্বর তারিখ সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমে বিশকাপ মিশন শুরু করবে স্কালোনির আর্জেন্টিনা। ডি মারিয়ারা বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে আবু ধাবিতে, যেখানে তারা আরব আমিরাতের বিপক্ষে ১৬ নভেম্বর একটি ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণ করবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসাবে।
আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আর্জেন্টিনা ৩৫ ম্যাচ অপরাজিত, এবার বিশকাপে তাড়া লড়াই করছে সি গ্রুপে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো মেক্সিকো ও কলম্বিয়া।
একাত্তর/আরআই/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.