ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

‘অপটার’ ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপ জয়ে এগিয়ে ব্রাজিল

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২ ১৭:০০:১৩
‘অপটার’ ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপ জয়ে এগিয়ে ব্রাজিল

আসন্ন কাতার বিশ্বকাপ জয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলই এগিয়ে বলে জানিয়েছে ব্রিটেনের একটি ক্রীড়া বিশ্লেষণ কোম্পানি অপটা স্পোর্টস ডাটা।

অবশ্য ২০০২ সালের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। কাতার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের। ডাটা পর্যালোচনা করার পর এমনই তথ্য তুলে ধরেছে অপটা স্পোর্টস ডাটা কোম্পানি।

কৃত্রিম উপায়ে পারফরমেন্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে বিশ্বকাপ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি।

২০২২ বিশ্বকাপে কে জিতবে, সেটি জানাতে ভবিষ্যদ্বাণী মডেলে প্রতিটি ম্যাচের ফলাফলের সম্ভাব্য জয়, ড্র বা হার, পরিসংখ্যান ও পারফরমেন্স, দলের র‌্যাংকিং, বাজির দর ব্যবহার করেছে অপটা স্পোর্টস ডাটা কোম্পানি।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলের। পাঁচবারের বিজয়ীরা এবার ট্রফি জয়ের জন্য ফেবারিট। মডেল অনুযায়ী ট্রফি জয়ে ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফেভারিট হিসেবেও ফাইনালে ওঠার সর্বোচ্চ ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের।

কাতার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলের পর আছে আর্জেন্টিনা। এই বছরের বিশ্বকাপ জয়ে সম্ভাবনাময়ী দ্বিতীয় দল গ্রুপ সি’তে থাকা আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির সম্ভাবনা ১৩%।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগেই নিষেধাজ্ঞার সংবাদ লেভানডফস্কির

২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ে শীর্ষ পাঁচ দলের তালিকায় আছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। ফ্রান্সের ১২%, স্পেনের ৯% এবং ইংল্যান্ডের রয়েছে ৯%।

শিরোপা জয়ে জন্য তৃতীয়স্থানে থাকলেও টুর্নামেন্টের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনে সর্বোচ্চ ৯১% সম্ভাবনা ফ্রান্সের। শিরোপা জয়ে সবার উপরে থাকা ব্রাজিলের এক্ষেত্রে সম্ভাবনা ৮৯%।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads