বিশ্বকাপ উপভোগ করতে কাতারের উদ্দেশ্যে বিমানে রওনা দেন সার্জিও আগুয়েরো। কিন্তু ভুল বিমানেই বুঝি উঠে গেলেন!
না, বিমান কাতারেই যাবে। তবে সমস্যা হয়ে দাঁড়ায় সেখানে তার সাথে থাকা একঝাঁক ব্রাজিল ফ্যান। সারাটা পথ এদের সাথেই যাত্রা করতে হয়েছে তাকে।
ফলে এক মুহূর্তের জন্য আগুয়েরোর মনে হতেই পারে, ভুল বিমানেই বুঝি উঠে গেলেন। সেই মুহূর্তের একটি অংশ টুইটারে শেয়ার করেছেন তিনি নিজেই।
সাবেক এই সিটি তারকা টিকেট নিয়েছিলেন বিমানের বিজনেস ক্লাসেই, একটু আরাম-আয়েশ করে যাবেন বলে। কিন্তু বাদ সাধে একঝাঁক ব্রাজিল সমর্থক, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে হৈহুল্লোড় করতে করতে কাতারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাদের নাচ-গান আর ব্রাজিলের জয়ধ্বনির মাঝে যেনো বিপাকেই পরে যান আর্জেন্টাইন সুপারস্টার।
ভিডিওতে দেখা যায়, তিনি সিটে বসে আছেন, আর তার পিছনে একঝাঁক ব্রাজিল ফ্যান বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচছেন গান গাইছেন, এবং আগুয়েরো তা যেনো হাসিমুখেই মেনে নিচ্ছেন।
টুইটারে প্রকাশ করা ভিডিওতে তিনি লিখেছিলেন, 'সারাটা পথ এমনি ছিলো'। তবে এই মুহূর্তগুলো যে তিনি খুব একটা উপভোগ করেননি সেটা তার ভিডিওর ক্যাপশনে দেওয়া ইমোজি দেখলেই কিছুটা আন্দাজ করা যায়।
আরও পড়ুন: আর্জেন্টিনা-উরুগুয়ের সাথে কাতার যাচ্ছে ১৮০০ কেজি মাংস
হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাতে হয় এই ফুটবলারকে। গত বছর সিটির সাথে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমান বার্সেলোনায়।
তবে ভাগ্য আর সায় দেয়নি, সেই বছরই ৩০ অক্টোবর বার্সেলোনার একটি ম্যাচে বুকে ব্যথা অনুভব হলে, রিপোর্টে দেখা যায় তিনি হৃদ্রোগে আক্রান্ত। এরপর অবসরে চলে যেতে হয় এই ফুটবলারকে।
ফলে আর্জেনটিনার হয়ে ১০১ ম্যাচ খেলা এই ফূটবলার এবার বিশ্বকাপে দর্শক বনে গেলেন। বিশ্বকাপে মোট ১২ ম্যাচ খেলে দুইটি গোল করেছিলেন সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
একাত্তর/আরআই/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.