দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক বন্দী।
শুক্রবার দেশটির রাজধানী কুইটোর এল ইনকা কারাগারে এই সহিংসতার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কারাগারের দুই আসামিকে (গ্যাং লিডার) কঠোর নিরাপত্তা বেষ্টিত অন্য কারাগারে নেয়া হচ্ছে, সরকার এমন কথা জানানোর পরপরই রাজধানী কুইটোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতা বেঁধে যায়।
পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা বলেন, সহিংসতার পরপরই প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা করা হয়েছে কারাগারটিতে। বর্তমানে তা নিরাপদ ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।
এরইমধ্যে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের সবার পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে।
প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, দুই আসামিকে অন্য কারাগারে নেয়াকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই আসামির একজন হলো লস লবোস অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। সে আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সাথে জড়িত ছিল।
আরও পড়ুন: তিন ঘণ্টা বিয়ার না খেলেও বেঁচে থাকবেন: ফিফা সভাপতি
অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গন ও করিডোরে দুই আসামির হাত বাধা ও মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।
দেশটিতে মাদক চোরাচালান ও ক্ষমতার ভাগবাটোয়ারা নিয়ে বিভিন্ন সন্ত্রাসী দলের মধ্যে প্রায় প্রায় সহিংসতার ঘটনা ঘটে। গত বছর দেশটিতে এমন ঘটনায় প্রায় ৪০০ আসামি নিহত হয়।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.