ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

এক নজরে কাতার বিশ্বকাপের সময়সূচি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২ ২২:৩৬:৩৭ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ২৩:২৬:৩৮
এক নজরে কাতার বিশ্বকাপের সময়সূচি

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। রোববার পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ ফুটবলের। তার পরেই প্রায় এক মাসব্যপী ফুটবল যুদ্ধে নামবে ৩২টি দেশ। কোন দেশে যাচ্ছে এই আসরের কাপ, তাই নিয়ে ভক্তদের মাঝে জোর তর্ক শুরু হয়েছে।  

এদিকে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশ হিসেবে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। যদিও কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে নাখোশ ভক্তরা। স্টেডিয়ামে বিয়ার বা মদ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে কাতার কর্তৃপক্ষ। এছাড়া এ আয়োজনে কাজ করতে গিয়ে ছয় হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে। এমন নানা প্রশ্নে চটেছেন দর্শকরা।

তবে সব কিছুর পরও বিশ্বের কোটি কোটি মানুষের নজর এখন কাতারে। সেখানে উপস্থিত হয়েছে কয়েক লাখ ফুটবলপ্রেমী। এরইমধ্যে ভেন্যুতে পৌঁছে গেছে ৩২টি দেশের জাতীয় দল। রোববার নির্ধারিত সময়েই শুরু হবে বিশ্বকাপের প্রথম খেলা, মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুইডর।     

বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচি (বাংলাদেশ সময়)

নভেম্বর ২০, কাতার বনাম ইকুইডর, রাত ১০টা

নভেম্বর ২১, ইংল্যান্ড বনাম ইরান, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২১, সেনেগাল বনাম নেদারল্যান্ডস, রাত ১০টা

নভেম্বর ২২, ইউএসএ বনাম ওয়েলস, রাত ১টা

নভেম্বর ২২, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল ৪টা

নভেম্বর ২২, ডেনমার্ক বনাম টুনিশিয়া, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২২, মেক্সিকো বনাম পোল্যান্ড, রাত ১০টা

নভেম্বর ২৩, ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া, রাত ১টা

নভেম্বর ২৩, মরক্কো বনাম ক্রোয়েশিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৩, জার্মানি বনাম জাপান, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৩,  স্পেন বনাম কোস্টারিকা, রাত ১০টা

নভেম্বর ২৪, বেলজিয়াম বনাম কানাডা, রাত ১টা

নভেম্বর ২৪, সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, বিকাল ৪টা

নভেম্বর ২৪, উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৪, পর্তুগাল বনাম ঘানা, রাত ১০টা

নভেম্বর ২৫, ব্রাজিল বনাম সার্বিয়া, রাত ১টা

নভেম্বর ২৫, ওয়েলস বনাম ইরান, বিকাল ৪টা

নভেম্বর ২৫, কাতার বনাম সেনেগাল, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৫, নেদারল্যান্ডস বনাম ইকুইডর, রাত ১০টা

নভেম্বর ২৬, ইংল্যান্ড বনাম ইএসএ, রাত ১টা

নভেম্বর ২৬, টুনিশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৬, পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৬, ফ্রান্স বনাম ডেনমার্ক, রাত ১০টা

নভেম্বর ২৭, আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা

নভেম্বর ২৭, জাপান বনাম কোস্টারিকা, বিকাল ৪টা

নভেম্বর ২৭, বেলজিয়াম অনাম মরোক্কো, সন্ধ্যা ৭টা

নভেম্বর ২৭, ক্রোয়েশিয়া বনাম কানাডা, রাত ১০টা

নভেম্বর ২৮, স্পেন বনাম জার্মানি, রাত ১টা

নভেম্বর ২৮, ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা

নভেম্বর ২৮, দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা 

নভেম্বর ২৮, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা

নভেম্বর ২৯, পর্তুগাল বনাম উরুগুয়ে, রাত ১টা

নভেম্বর ২৯, ইকুইডর বনাম সেনেগাল, রাত ৯টা

নভেম্বর ২৯, নেদারল্যান্ডস বনাম কাতার, রাত ৯টা

নভেম্বর ৩০, ইরান বনাম ইউএসএ, রাত ১টা

নভেম্বর ৩০, ওয়েলস বনাম ইংল্যান্ড, রাত ১টা

নভেম্বর ৩০, টুনিশিয়া বনাম ফ্রান্স, রাত ৯টা

নভেম্বর ৩০, অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক, রাত ৯টা

ডিসেম্বর ১, পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, রাত ১টা

ডিসেম্বর ১, সৌদি আরব বনাম মেক্সিকো, রাত ১টা

ডিসেম্বর ১, ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, রাত ৯টা

ডিসেম্বর ১, কানাডা বনাম মরক্কো, রাত ৯টা

ডিসেম্বর ২, জাপান বনাম স্পেন, রাত ১টা

ডিসেম্বর ২, কোস্টারিকা বনাম জার্মানি, রাত ১টা

ডিসেম্বর ২, দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, রাত ৯টা

ডিসেম্বর ২, ঘানা বনাম উরুগুয়ে, রাত ৯টা

ডিসেম্বর ৩, সার্বিয়া বনাম সুইজারল্যান্ড, রাত ১টা

ডিসেম্বর ৩, ক্যামেরুন বনাম ব্রাজিল, রাত ১টা

গ্রুপ অফ ১৬

ডিসেম্বর ৩, রাত ৯টা

ডিসেম্বর ৪, রাত ১টা

ডিসেম্বর ৪, রাত ৯টা

ডিসেম্বর ৫, রাত ১টা

ডিসেম্বর ৫, রাত ৯টা

ডিসেম্বর ৬, রাত ১টা

ডিসেম্বর ৬, রাত ৯টা

ডিসেম্বর ৭, রাত ১টা

কোয়ার্টার ফাইনাল

ডিসেম্বর ৯, রাত ৯টা

ডিসেম্বর ১০, রাত ১টা

ডিসেম্বর ১০, রাত ৯টা

ডিসেম্বর ১১, রাত ১টা

সেমি ফাইনাল

ডিসেম্বর ১৪, রাত ১টা

ডিসেম্বর ১৫, রাত ১টা

তৃতীয় স্থান নির্ধারনী

ডিসেম্বর ১৭, রাত ৯টা

ফাইনাল

ডিসেম্বর ১৮, রাত ৯টা



একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads