রোববার (২০ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া কাতারে বিশ্বকাপে জঙ্গি হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইএস) সমর্থকরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম লা রাজোন প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন হামলার পরিকল্পনা করছে আইএস সমর্থকরা।
প্রতিবেদনটিতে বলা হয়, কিছু আইএস সমর্থকরা মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’র মাধ্যমে হামলার ডাক দিয়েছে। আইএস বিরোধিতা করে আসা দেশগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু বলে ধারণা করা হচ্ছে।
এমন এক টেলিগ্রাম বার্তায় বলা হয়, ‘শুদ্ধি অভিযান চলছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে আপনার গোল করুন। গোলপোস্ট ফাঁকা আছে।’
আইএস সমর্থকরা হিংসাত্মক এবং জৈবিক আক্রমণের দিকে নজর দিচ্ছে। তারা মনে করছে, এটিই সুবর্ন সুযোগ। সারা বিশ্বের অনেক শত্রু দেশের অনেক মানুষকে একসাথে পাওয়া কঠিন। তাই যা করার, এখানেই করতে হবে।
আইএস সন্ত্রাসীরা বেলজিয়াম, কানাডা, ফ্রান্সের মত দেশগুলোর দিকে ইঙ্গিত করছে। যদিও তারা নির্দিষ্ট কোন দেশকে লক্ষ্য করেনি। কোন ফুটবল দলের উপরে আক্রমণের কথাও বলেনি তারা। যেসব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের কথা বলা হয়েছে।
আরও পড়ুন: এক দশকে চাঁদে মানববসতির আশা নাসার
আইএস জঙ্গি সমর্থকদের একটি টেলিগ্রাম চ্যানেলে দু’টি ইনফোগ্রাফিক্স শেয়ার করা হয়েছে। প্রথমটিতে আইএসকে হারাতে যেসব দেশ জোটবদ্ধ ছিলো তাদের দেখা যাচ্ছে। দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া জাতীয় দলের তালিকা।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.