নেপালের ফেডারেল সংসদের প্রতিনিধি পরিষদ এবং দেশটির ৭টি প্রাদেশিক পরিষদের প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে নেপালের ফেডারেল সংসদের প্রতিনিধি পরিষদের ২৭৫ জন প্রতিনিধি এবং সাতটি প্রাদেশিক পরিষদের মোট ৫৫০ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।
সংবাদমাধ্যম সিআরআই এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটদান।
দেশটির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটদান শুরু হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলবে বলে আশা করছে কমিশন।
এ বছর নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এবং বৃহত্ বিরোধী দল নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনাইটেড মার্কসবাদী-লেনিনবাদী) নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে।
আরও পড়ুন: দুরন্ত বিপ্লব মৃত্যুর ঘটনায় ছয়জন গ্রেপ্তার
নেপালে রয়েছে একটি মিশ্র নির্বাচনী ব্যবস্থা। ফেডারেল সংসদ এবং প্রাদেশিক পরিষদের প্রতিনিধি পরিষদের ৬০ শতাংশ প্রতিনিধি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। অন্যদিকে বাকি ৪০ শতাংশ প্রতিনিধি আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্ধারিত হন।
ফেডারেল সংসদ এবং প্রাদেশিক পরিষদের প্রতিনিধি পরিষদের সদস্যদের মেয়াদ পাঁচ বছর।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.