কুষ্টিয়ায় দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ নভেম্বর) সকালে জেলার কুমারখালী সদর উপজেলার সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধার নাম সামছুল আলম (৭০)। তিনি কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
অভিযুক্ত নারীর নাম রেশমা খাতুন (২৪)। তিনি তার দ্বিতীয় স্ত্রী।
নিহতের প্রথম স্ত্রীর মেয়ে সাবরিনা আলম জানান, রেশমা বাবাকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের কাবিনে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে টাকার জন্য বাবাকে নিয়মিত মারধর করা হতো।
আরও পড়ুন: ছাত্রদলের সমাবেশ থেকে ককটেল নিক্ষেপ, দুই পুলিশ আহত
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোহসীন হোসাইন জানান, রোববার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের কিছু ক্ষত সন্দেহজনক। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.