জমজমাট আয়োজনে পর্দা উঠলো ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের। অনুষ্ঠান শেষেই প্রথম দিন ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক কাতার এবং ইকুয়েডর। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেন্সিয়ার ইকুয়েডর। বিশ্বকাপে আজও রয়েছে তিনটি ম্যাচ।
সোমবার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। ‘বি’ গ্রুপের এই ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে হ্যারি কেনের ইংল্যান্ড এবং এশিয়ান জায়ান্ট ইরান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে।
মাঠের লড়াইয়ে সাউথ গেটের শীষ্যরা যে এগিয়ে থাকবেন সেটা বলাই বাহুল্য। তবে অঘটন ঘটাতে প্রস্তুত থাকবে ইরান।
দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের আল থুমামা স্টেডিয়ামে। যেখানে নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ জানাবে সেনেগাল। র্যাংকিংয়ে আটে থাকা ভ্যান ডিকের নেদারল্যান্ডকে রুখতে হবে সাদিও মানেহীন সেনেগাল। আফ্রিকান এই দলটি রয়েছে র্যাংকিং এর ১৮তম স্থানে। গ্রুপ ‘এ’ এর এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।
দিনের শেষ খেলাটি অনুষ্টিত হবে আল রাইয়ান স্টেডিয়ামে রাত একটায়। যেখানে গ্যারেথ বেলের দল মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। ‘বি’ গ্রুপের এই ম্যাচটি দারুণ উপভোগ্য হবে। কারণ বড় কোনো অঘটন না ঘটলে এই গ্রুপে ইংল্যান্ড এর পর বাকি তিনটি দলকে লড়াই করতে হবে পরের রাউন্ডের জন্য। ইরান, ওয়েলস এবং যুক্তরাস্ট্র যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না সেটা বলাই যাচ্ছে।
আরও পড়ুন: হলুদ কার্ডের ভয়ে হ্যারি কেইনদের সিদ্ধান্ত বদল
সবগুলো খেলাই, সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, টি-স্পোর্টস এবং বিটিভি।
একাত্তর/আরআই/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.