বিশ্বকাপের আমেজ যেন হালকা শীতের মাঝেই বিশ্বকে গরম করে দিচ্ছে, এখনও পর্যন্ত কোনো অঘটন না হওয়া বিশ্বকাপে আজ ঘটবে কি কোনো অঘটন? গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে গড়াবে ‘সি’ ও ‘ডি‘ গ্রুপের চারটি ম্যাচ।
তবে আজ বিশ্ব তাকিয়ে থাকবে দুটি দলের ‘১০’ নম্বর জার্সির দিকে। তাদের একজন ‘ছন্দের যাদুকর’ ও অন্য জনের দলটি ইনজুরির খাড়ায় তিনিই ‘সবেধন নীলমনি’।
দিনের প্রথম ম্যাচটি হলো দেশে বিশ্বকাপের হাওয়া বদলের ম্যাচ। ‘সি’ গ্রুপের এই ম্যাচ দিয়েই যে শুরু হচ্ছে ‘ছন্দের যাদুকর’ লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা। আজ আর্জেন্টিনার মুখোমুখি সৌদি আরব। এর আগে চার বারের দেখায় দুই জয়ের বিপরীতে শূন্য হার আর্জেন্টিনার। তবে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গ্রিন ফেলকনরা। প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচটি শুরু হবে বেলা চার টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক এবং তিউনিসিয়া। ‘ডি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। দেশে এই দুই দেশের সমর্থক সংখ্যা কম হলেও আর্জেন্টাইন সমর্থকদের কাছেও ম্যাচটি কম গুরুত্বপূর্ণ নয়। কারণ পরের রাউন্ডে এদের মধ্যে যে কোনো দল তাদের প্রতিপক্ষ হলেও হতে পারে। ম্যাচটি এডুকেশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ১০ বছর পর সৌদির মুখোমুখি আর্জেন্টিনা
দিনের তৃতীয় ম্যাচটিকে ঘিরেও নজর থাকবে আর্জেন্টাইন ভক্তদের। ‘সি’ গ্রুপের এর ম্যাচে ম্যাক্সিকো মাঠে নামবে পোল্যাণ্ডের বিরুদ্ধে। যেখানে রবার্ট লেভানদোভস্কির লড়াই হবে বিশ্বকাপে চমক দেখানো গোলকিপার গিয়ের্মো ওচোয়ার বিরুদ্ধে। ম্যাচটি রাত ১০টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ অনুষ্ঠিত হবে।
দিনের শেষ ম্যাচটি শুরু হবে রাত একটায়। যেখানে ফ্রান্স তাদের ট্রফি ডিফেন্স করতে নামবে অস্ট্রেলিয়া বিরুদ্ধে। এদিন কাতারের আল জানুব স্টেডিয়ামে ইনজুরির সঙ্গে লড়াই করা ফ্রান্সের ‘সবেধন নীলমনি’ একমাত্র এমবাপে। তাই তরুণ এই ফুটবলারের দিকে নজর থাকবে সবার।
সবগুলো খেলাই, সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, টি-স্পোর্টস এবং বিটিভি।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.