নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতি মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে অভিযুক্ত দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়গাছা ইউপির বড়গাছা উত্তরপাড়া গ্রামের সুজন আলী (৩৫) ও তার স্ত্রী রুবিনা বিবি (৩২)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ বড়গাছা উত্তরপাড়া গ্রামে দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের ঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দম্পতি সুজন ও তার স্ত্রী রুবিনাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নোয়াখালীতে ৯টি মিনি স্টেডিয়াম হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.