ঢাকা ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

সৌদি আরবের বিরুদ্ধে পোল্যান্ডের জয়

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২ ২১:৩৯:৩৭ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৩:২১:৫০
সৌদি আরবের বিরুদ্ধে পোল্যান্ডের জয়

শেষ ষোলর হাতছানি হাত ফসকে গেলো সৌদি আরবের। শনিবার কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে পোল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও ২-০ গোলে হেরেছে অ্যারাবিয়ানরা। পোল্যান্ডের হয়ে গোল দুটো করেছেন জেলিনস্কি ও লেভানডোভস্কি। এই জয়ে গ্রুপ সি-র শীর্ষে উঠলো পোল্যান্ড।

এদিকে সৌদির এই হারে গ্রুপ পর্বেই দারুণ চাপে পড়ে গেলো মেসিরা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে মেক্সিকোর বিরুদ্ধে জেতার কোনো বিকল্প নেই তাদের। 

এদিন খেলার শুরু থেকেই ম্যাচের দাপিয়ে বেড়ায় সৌদি আরব। প্রথম পাঁচ মিনিটেই পোল্যান্ডের রক্ষণভাগে একের পর এক চালায় আক্রমণ। 

ম্যাচের ৩৯ মিনিটে পিওতর জেলিনস্কি ১-০  গোলে এগিয়ে দেন পোলিশদের।  ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান রবার্ট লেভানডোভস্কি। তবে গোলরক্ষক এগিয়ে আসায় শট নিতে পারেননি তিনি। তার কাছ থেকে পাওয়া কাটব্যাকে জোরাল শটে বল জালে পাঠান পিওতর জেলিনস্কি।


৪২ মিনিটে আল শেহরিকে ডি বক্সের ভেতরে ফেলে দেন বেইলিক। এতে পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু গোল বঞ্চিত হন সৌদি নাম্বার টেন আল দাউসারি। পরে প্রথমার্ধ শেষে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় পোল্যান্ড।

দ্বিতীয়ার্ধে সৌদি আরব গোল করতে আরও মরিয়া হয়ে উঠলেও তা কাজে আসেনি। 


আরও পড়ুন: মেক্সিকোর সঙ্গে ম্যাচকে ফাইনাল হিসাবে দেখছে আর্জেন্টিনা

৮২ মিনিটের মাথায় আল মালকির ভুলে বল পায় পোল্যান্ড। সৌদি গোলরক্ষককে একা পেয়ে গোল করতে কোনও ভুল করেননি লেভানডোভস্কি। শেষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন অ্যারাবিয়ানরা। 


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads