বিশ্বকাপের লড়াইয়ে আজ মাঠে নামবে আটটি দল, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে লড়াই করবে রোনালদোর পর্তুগাল এবং নেইমারহীন ব্রাজিল। দলগুলো আজ তাদের শীর্ষস্থান হারালে শেষ ১৬’র জন্য ভক্তদের নতুন করে হিসাবে বসতে হবে।
দিনের প্রথম ম্যাচেই মাঠে নামছে ‘জি’ গ্রুপের ক্যামেরুন এবং সার্বিয়া, দল দুটির টিকে থাকার লড়াই আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরেছে এই দুটি দল, ফলে আজ হারলেই বিদায়ের ঘণ্টা বাজবে একটি দলের। এর আগে দু'দলের একবারই দেখা হয়েছিলো, যেখানে সার্বিয়া ৪-৩ গোলে জয় লাভ করে। ম্যাচটি বিকাল ৪টায় আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এশিয়ান দল দক্ষিণ কোরিয়া, তাদের প্রতিপক্ষ আফ্রিকান সিংহ ঘানা। দু'দলের ৯ দেখায় সমান চারটি করে ম্যাচ জয় করেছে উভয় দল, ড্র হয়েছে একটি ম্যাচ। শেষ ১৬’ যাত্রায় টিকে থাকতে জয় ছাড়া কোনো কিছু চিন্তা করা যাবে না দুটি দলেরই। ‘এইচ’ গ্রুপের ম্যাচটি সন্ধ্যা ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দিনের তৃতীয় ম্যাচে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেইমারহীন ব্রাজিল। উভয় দল তাদের প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। এখন পর্যন্ত এই দুইদলের লড়াই গুলো বেশ জমজমাট। ১১ বারের দেখায় ব্রাজিল তিনটি ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে দুটিতে। বাকি চারটি ম্যাচ ছিলো অমীমাংসিত। মজার বিষয় বিশ্বকাপে তাদের দু’বারের মুখোমুখিতে একটি ম্যাচেরও ফলাফল বের হয়নি। আজ রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ব্রাজিলকে আবারো কঠিন সময় দিতে প্রস্তুত সুইসরা
দিনের শেষ ম্যাচে, মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, তাদের প্রতিপক্ষ দু’বার বিশ্বকাপ জয়ী দল উরুগুয়ে। পর্তুগালের শীর্ষস্থান পাকাপোক্ত করার আগে পরীক্ষা দিতে হবে ফেদে ভালবার্দে, কাভানিদের কাছে। দল দুটি এর আগে সমান একটি করে ম্যাচ জয় করেছে একে অপরের বিপক্ষে, ড্র করেছে একটিতে। বিশ্বকাপে এর আগে একবারই দেখা হয়েছিলো তাদের,০ যেখানে উরুগুয়ে ২-১ গোল জয় লাভ করে। ম্যাচটি আজ রাত (২৯ তারিখ হয়ে যাবে) ১টায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।
সবগুলো ম্যাচ গাজী টিভি, টি স্পোর্টস এবং বিটিবি সরাসরি সম্প্রচার করবে।
একাত্তর/আরআই/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.