ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

ইনজুরি আর অসুস্থতার বেড়াজালে তিতের ব্রাজিল

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ ২০:৫৭:৫১ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ২২:০২:৩৬
ইনজুরি আর অসুস্থতার বেড়াজালে তিতের ব্রাজিল

বিশ্বকাপের যাত্রাটা সুন্দর ছিলো তিতের ব্রাজিলের। ছিলনা কোন রকম চোট জনিত সমস্যা বা অসুস্থতার সংবাদ। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি প্রথম ম্যাচেই পেয়েছে ২-০ গোলের প্রত্যাশিত জয়। কিন্তু হঠাৎ সবকিছু কেমন বদলে গেলো। নেইমার এবং দানিলোকে গ্রুপস্টেজ ম্যাচগুলোতে হারানোর পর এবার অসুস্থতায় ভুগছে দলের আরও তিন ফুটবলার।

ইনজুরি যেনো এবার বিশ্বকাপের অন্য আরেক নাম, বেশ কিছু দল তাদের মূল একাদশের ফুটবলারদের ইতোমধ্যে হারিয়েছেন, যেখানে নতুন করে সংযোজিত হয়েছে ব্রাজিলের নেইমার এবং দানিলোর নাম। তবে সম্ভাবনা আছে শেষ ১৬’র লড়াইয়ে মাঠে ফিরবেন এই দুই সেলেসাও সুপারস্টার।

এই দুই ব্রাজিলিয়ান মাঠে ফেরার আগেই এবার অসুস্থতা হানা দিলো সেলেসাও বাহিনীতে, ফ্লুর আক্রমণে এবার দলের ট্রেনিং থেকে বিরত থাকতে হয়েছে আন্তোনি মাতেউস, লুকাস পাকেতা এবং গোলরক্ষক এলিসন বেকার। 

প্রথম ম্যাচের পর এই নিয়ে দুটি অনুশীলনে অনুপস্থিত ছিলেন আন্তোনি, যার কারণ ছিলো ফ্লু। পিএসজি সুপারস্টার নেইমার ইনজুরিতে থাকায়, তিতের পরিকল্পনাতে এই ম্যানইউর ফুটবলারকে দেখার সম্ভাবনাই বেশি ছিল, কিন্ত অসুস্থতার জন্য তার বদলে এখন রিয়াল মাদ্রিদ ইয়াং স্টার রদ্রিগো কিংবা আর্সেনালের গাব্রিয়াল জেসুসকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। 

আরও পড়ুন: দ্রুত সুস্থ হতে এবার নাসার দ্বারস্থ নেইমার

আন্তোনির পর এবার নতুন করে ফরাসি ক্লাব লিওঁর মধ্যমাঠের খেলোয়াড় পাকেতা এবং লিভারপুল গোলরক্ষক এলিসন ফ্লুতে আক্রান্ত হয়ে নিজেদের অনুশীলনে যোগ দিতে ব্যর্থ হয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে আজ এলিসন মাঠে নামতে ব্যর্থ হলেও, খুব বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ানোর কথা না ব্রাজিলের জন্য। কারণ সাম্বা নাচের জন্য বিখ্যাত দলটিতে আছেন আরেক বিশ্বসেরা গোলকিপার ম্যানসিটির এডারসন।

আজ রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ, ম্যাচে জয়ের দেখা পেলে শেষ ১৬ অনেকটাই নিশ্চিত করে ফেলবে পাঁচ বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। 

    

একাত্তর/আরআই/আরবিএস 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads