মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা ছিলো বাঁচা-মরার, ম্যাচটি হারলেই যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হতো মেসিদের। এমন ম্যাচে জয়ের পর উল্লাস না করে কি কেউ তাকতে পারে? কিন্তু ড্রেসিং রুমে উল্লাসের সময় একটি ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন দলপতি। অভিযোগ, অপমান করেছেন মেক্সিকোর জার্সিকে।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, লিওনেল মেসি বুট খোলার সময় তার সামনে পড়ে থাকা একটি মেক্সিকোর জার্সিকে পা দিয়ে সামনের দিকে সরিয়ে দেয়। এরপর দলের সাথে উল্লাসে মেতে উঠেন তিনি। কিন্তু নিজ দেশের জার্সিকে এভাবে পা দিয়ে সরিয়ে দেয়াটা মোটেও ভালো চোখে দেখেননি মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ, এ নিয়ে বেশ কয়েকটি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার মেসিকে উদ্দেশ্য করে লেখেন, সৃষ্টিকর্তার কাছে তাকে প্রার্থনা করা উচিত, আমার সামনে যেন তাকে পড়তে না হয়।
আরেক টুইটে তিনি লেখেন, যখন থেকেই জার্সিটি নিচে পরেছিল, তখন থেকেই এটা মেক্সিকোর জন্য অপমানের।
এ নিয়ে আরো বেশ কয়েকটি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তার টুইটকে উদ্দেশ্য করে সাবেক আর্জেন্টাইন ফুটবলার আগুয়েরো টুইট করে বলেন, মি. ক্যানসেলো এটা নিয়ে কোন সমস্যা তৈরি করবেন না। আপনি ফুটবল সম্পর্কে জানেন না, কিংবা লকার রুমে কি হয় সেই সম্পর্কেও না। লকার রুমে সর্বদাই জার্সি নিচে পরে থাকে, কারণ জার্সিগুলো ঘামে ভিজে থাকে। আর মেসি তার বুট খোলার সময় ভুলবশত সেটা তার পায়ে লেগে গেছে।
ঘটনার দিন মেক্সিকোর ডিফেন্সটা যেন ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল, ম্যাচটা না ফসকে যায় সাদা-আকাশীদের হাত থেকে। কিন্তু মাঠে যে ছিলেন জাদুকর মেসি, তাই তো আশাহত হননি ভক্তরা।
আরও পড়ুন: দ্রুত সুস্থ হতে এবার নাসার দ্বারস্থ নেইমার
ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শটে দলকে প্রথম গোল এনে দেন তিনি। পরে এনজো ফার্নান্দেসকে দিয়েও গোল করিয়ে ২-০ ব্যবধানে ম্যাচ জয় নিশ্চিত করেন।
একাত্তর/আরআই/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.