কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিততে তেমন বেগ পেতে হয়নি ব্রাজিলকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নেমেছেন। এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট নিশ্চিত তিতের শিষ্যদের।
সোমবার (২৮ নভেম্বর) ১০টায় ‘জি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে স্টেডিয়াম ৯৭৪’এ।
নিজেদের প্রথম ম্যাচে রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে হারিয়ে অধরা হেক্সা মিশনের দুর্দান্ত সূচনা করেছে ব্রাজিল। তবে এই ম্যাচেই জয় ছাপিয়ে হলুদ জার্সিধারীদের চিন্তায় দলের প্রাণভোমরা নেইমারের ইনজুরি। গোড়ালির চোটে গ্রুপ পর্বের ম্যাচে নেইমারকে আর পাচ্ছে না ব্রাজিল। নেইমারের সঙ্গে চোটে পড়েছেন সেলেসাও রাইটব্যাক দানিলোও।
এদিকে, নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে সুইজারল্যান্ডও। ব্রেল এমবোলোর একমাত্র গোলে জয় পায় সুইসরা। আজকের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে নক-আউট নিশ্চিত করতে চায় মুরাত ইয়াকিনের দলও।
ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা (অধিনায়ক), মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।
আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঘানার কাছে হারলো দক্ষিণ কোরিয়া
সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সোমার (গোলরক্ষক), রিকার্ডো রদ্রিগেজ, নিকো এলভেডি, ম্যানুয়েল অ্যাকাঞ্জি, সিলভান উইডমার, রেমো ফ্রিউলার, গ্রানিত ঝাকা (অধিনায়ক), রুবেন ভারগাস, জিব্রিল সোউ, ফ্যাবিয়ান রিডার, ব্রেল এমবোলো।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.