প্রায় ৪০ বছর পর বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া'য় আবারও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এর আগে ১৯৮৪ সালে শেষবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল সেখানে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ আগ্নেয়গিরির চূড়া থেকে চারদিকে নারকীয় উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা সংস্থা (ইউএসজিএস) বলেছে, স্থানীয় বাসিন্দাদের জন্য আপাতত বড় কোনো ঝুঁকি তৈরি হয়নি।
সংস্থাটি আরও জানায়, শেষ কয়েক ঘণ্টায় অঞ্চলটিতে ৪ দশমিক ২ মাত্রার একটিসহ একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে।
তবে আগ্নেয়গিরির গ্যাস এবং ছাই চারদিকে ছড়িয়ে পড়তে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, সতর্কতা হিসেবে দ্বীপে দু'টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে পাশপাশি এও বলা হয়েছে, জনবহুল এলাকাকে হুমকির মুখে ফেলবে এমন কোনো লক্ষণ নেই। আগামী কয়েকদিনের পরিস্থিতি দেখে নতুন নির্দেশনা দেয়া হবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাসচাপায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত
প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হাওয়াই দ্বীপ গঠনের পাঁচটি আগ্নেয়গিরির মধ্যে একটি হলো মাউনা লোয়া। ভর এবং আয়তনের হিসেবে ঐতিহাসিকভাবে এটিই পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। যার আয়তন আনুমানিক প্রায় ১৮,০০০ ঘন মাইল (৭৫,০০০ কিমি)। মাউনা লোয়ার সবচেয়ে সাম্প্রতিক বিস্ফোরণটি ২৪ শে মার্চ ১৯৮৪ সালে ঘটেছিল।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.