রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলের ২৪ তলা ভবনের বিপরীতে ওয়ালটন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত প্রতাব রেমা (৩২) তেজগাঁওয়ের ফার্মগেট এলাকার বাসিন্দা ছিলেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতাব রেমা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মৃত্যু হয়।
এই কর্মকর্তা বলেন, প্রতাবের মাথায় হেলমেট ছিল ও তার মধ্যে মোবাইল ফোন লাগানো ছিল। ধারনা করা হচ্ছে, সে সময়ে হয়তো তিনি মুঠোফোনে কথা বলছিলেন।
তিনি জানান, নিহতের মুঠোফোনের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করে খবর দেয়া হয়েছে।
আরও পড়ুন: বিয়েবাড়িতে গয়না নিয়ে সংঘর্ষে কনের দাদি নিহত, বরসহ আটক ১২
ঘাতক ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, নিহতের স্বজনরা আসলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মৃতদেহটি রাত সোয়া বারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.