ক্যামেরুনের ইতিহাস গড়া ম্যাচে জয়ের নায়ক ছিলেন অধিনায়ক ভিনসেন্ট আবু বকর। কিন্তু গোল করার পর পরই তাকে দেখতে হয় লাল কার্ড!
ইতিহাস গড়া গোল করে আনন্দের বাঁধ ভেঙে যায় আবু বকরের। জার্সি খুলে সবার সাথে উদযাপন করেন তিনি।
নিয়ম অনুযায়ী, জার্সি খোলার শাস্তি হিসেবে হলুদ কার্ড দেখানো হয়। আবু বকর সেটি তো দেখলেনই, সাথে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন রেফারি!
তবে জার্সি খোলার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেননি আবু বকর, এই হলুদ কার্ড দেখার আগেই যে ব্রাজিলের মার্টিনেল্লিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
জার্সি খোলার পর দেখা হলুদ কার্ডটি ছিল ম্যাচে তার দ্বিতীয়। আর দুই হলুদ কার্ডে যে লাল হয় সেটি সবারই জানা।
যে কীর্তি গড়েছেন তাতে এসবের থোড়াই কেয়ার করেননি আবু বকর। লাল কার্ড দেখানোর সময় রেফারির সঙ্গে তার হাত মেলানো আর মুখের চওড়া হাসিটাই বলে দিচ্ছিল, ইতিহাসের পাতায় নিজের নাম আজীবনের জন্য লিখিয়ে নেওয়ার তৃপ্তি উপভোগ করতে শুরু করেছেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের ফেরা এখনো ‘সম্ভাবনা’ মাত্র!
২০১৪ বিশ্বকাপেও খেলেছেন আবুবকর। তিন বছর পর কাপ অব নেশনস ফাইনালে তার কাছ থেকেই জয়সূচক গোল পেয়েছিল ক্যামেরুন। এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নেশনস কাপে ক্যামেরুন সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও সর্বোচ্চ ৮ গোল করেছিলেন আবুবকর।
এখনও পর্যন্ত ক্যামেরুনের হয়ে ৯১ ম্যাচে ৩৫ গোল করেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.