ঢাকা ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

হামলা হলে জবাব দেওয়া হবে কি না সময় বলে দেবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪:৪৮
হামলা হলে জবাব দেওয়া হবে কি না সময় বলে দেবে: কাদের

ডিসেম্বর মাসে রাজপথ, শহর থানা ওয়ার্ড পাড়া মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে।

তিনি বিএনপির উদ্দেশে বলেছেন, আমাদের ভয় দেখাবেন না। আমরা আকাশ থেকে পড়িনি, জনগণে মধ্যে থেকে উঠে এসেছি। আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, অনেক খেলা। দেখা যাবে কত ধানে কত চাল; অপেক্ষা করুন। ডিসেম্বর মাস বিজয়ের মাস, স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধের মাস, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের মাস, মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের মাস। ফখরুল সাহেব, রাস্তা দখল করবেন? রাজশাহীতে দেখলাম। এখন আবার ঢাকায়। কবে? ১০ তারিখ। তার আগেই নয়াপল্টন এলাকায় তাঁবু গাড়ছেন। হাঁড়ি-পাতিল, বিছানা-কম্বল নিয়ে আসছেন। 

এসময় কামাল হোসেনকে রাজনীতির রহস্যপুরুষ মন্তব্য করে তিনি বলেন, কামাল হোসেন টাকা পাচারের কথা বলেন। অথচ তারেক রহমানের অর্থপাচারের কথা বলেন না। সুইচ ব্যাংকের টাকা কারা রেখেছেন, কারা অর্থপাচার করেছেন সেটা খোঁজা হচ্ছে। তাদের শাস্তি পেতে হবে।

আরও পড়ুন: নাশকতার খবর নেই, তবে নিরাপত্তা থাকবে: আইজিপি

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads