ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

উখিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ ১০:০৪:১৭ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১০:০৫:১৭
উখিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে সলিম উল্লাহ (৩৩) নামে একজন ও অজ্ঞাত এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১০ টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ও বি-৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সলিম উল্লাহ বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-২৪ ব্লকের মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে। অপরজনের-নাম পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে ৪০-৫০ জন সন্ত্রাসী তার বাড়ি ঘেরাও করে। 

খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৭৩ রাউন্ড গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশী পিস্তলের ম্যাগাজিন (১১ রাউন্ড গুলি ভর্তি), শটগানের চারটি কার্তুজ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসজে 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads