ফ্রান্সের উত্তর উপকূলের কাছে অবস্থিত স্বশাসিত দ্বীপ জার্সিতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর নিখোঁজ ১২ জনকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে জরুরী সহায়তা কর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) ভোর চারটার দিকে দ্বীপের সেন্ট হেলিয়ার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অ্যাপার্টমেন্ট ব্লকটি ধসে পড়ে।
জার্সির পুলিশ প্রধান রবিন স্মিথ ঘটনাস্থলকে 'পুরোপুরি বিধ্বস্ত' হিসেবে বর্ণনা করেছেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
একটি বিশেষজ্ঞ দল ও অনুসন্ধানকারী কুকুর ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টুইটারে স্থানীয় সরকারের প্রকাশ করা এক ভিডিওতে ধ্বংসস্তূপ ও একটি বিধ্বস্ত গাড়ি দেখা গেছে।
এ ঘটনাকে 'অকল্পনীয় ট্র্যাজেডি' বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর।
জার্সি সরকার জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকাজ কয়েকটি ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রথমে কুকুরদের প্রবেশের জন্য জায়গাটি খালি করা হয়েছে ও ধ্বংসস্তূপ সরানো হয়েছে।
আরও পড়ুন: প্যারিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ
এদিকে ফায়ার সার্ভিস প্রধান পল ব্রাউন জানিয়েছেন, উদ্ধারকাজ চালিয়ে যাবেন তারা। তবে তাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে, কেননা সামান্য ভুল হলেই তা ভেতরে আটকে পড়াদের বিপদে ফেলে দিতে পারে।
জার্সির গ্যাস সরবরাহকারী সংস্থা আইল্যান্ড এনার্জি জানিয়েছে, কী হয়েছিলো তা জানতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে তারা।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.