ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

থাই রাজকুমারী হৃদরোগে আক্রান্ত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ ১৭:৫০:২২ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:০৬:২৮
থাই রাজকুমারী হৃদরোগে আক্রান্ত

হৃদরোগের সমস্যাজনিত কারণে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন থাইল্যান্ডের রাজার বড় মেয়ে রাজকুমারী বজ্রাকিতিযাভা। নিজের কুকুরদের প্রশিক্ষণ দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে বিবিসি। 

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে অজ্ঞান হয়ে যাওয়ার পর ৪৪ বছর বয়সী এই রাজকুমারীকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হেলিকপ্টারে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার রাত পর্যন্ত তার অবস্থা 'একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থিতিশীল' ছিল বলে রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। 

তবে থাই রাজপ্রাসাদের মেডিক্যাল বুলেটিন সাধারণত খুবই অস্পষ্ট হয়ে থাকে। সেখান থেকে রাজকুমারী বজ্রাকিতিযাভার অবস্থা অবস্থা সঠিকভাবে বোঝা কঠিন বলে জানিয়েছে বিবিসি। 

এই মুহূর্তে রাজকুমারীর অবস্থা কী সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে তা অনেক বেশি গুরুতর বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

থাইল্যান্ডের রাজা ভাজিরালঙ্কর্ণ'র প্রথম স্ত্রী রাজকুমারী সোমসাওয়ালি'র মেয়ে রাজকুমারী বজ্রাকিতিযাভা। তিনি রাজার সবচেয়ে বড় সন্তান ও রাজার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। 

রাজা ভাজিরালঙ্কর্ণ এখন পর্যন্ত সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচন না করলেও, রাজকুমারী বজ্রাকিতিযাভাই সিংহাসনের সবচেয়ে যোগ্য দাবিদার বলে ধারণা করা হয়। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads